প্রাণিসম্পদ অধিদপ্তর ইতিমধ্যে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে 2025 সালের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছেন, ২৭শে ডিসেম্বর ২০২৪ এ সালে (DLS Job Circular 2025) । প্রাণিসম্পদ অধিদপ্তর তাদের অফিসিয়াল ওয়েবসাইটে আরো জানিয়েছেন যে, তারা মোট ১১৫ জন যোগ্যতা ও অভিজ্ঞতা স্বয়ংসম্পূর্ণ পুরুষ ও নারীকে তারা স্থায়ীভাবে একটি জব ক্যাটাগরিতে নিয়োগ দিবে।
যারা প্রাণিসম্পদ অধিদপ্তরে চাকরি করতে ইচ্ছুক, তাদেরকে অবশ্যই অনলাইনে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে ঢুকে এই http://job.dls.gov.bd/ লিংকে ক্লিক করে আপনাদের গুরুত্বপূর্ণ তথ্য যেমন, শিক্ষাগত যোগ্যতা এবং সার্টিফিকেটের তথ্য, জাতীয় পরিচয় পত্রের তথ্য, এবং রঙিন ছবি, পাসপোর্ট সাইজের ও স্বাক্ষরের ছবি দিয়ে আবেদন ফরম পূরণ করতে হবে।
Meghna Group Job Circular 2024-2025
অবশ্যই আপনাদেরকে অনলাইনে আবেদন করতে হবে, এবং অনলাইনে আবেদন চলবে ২৭শে ডিসেম্বর 20২৪ সাল সকাল ৯ টা থেকে এবং শেষ হবে ১৫ জানুয়ারি ২০২৫ সাল বিকাল ৫ টায়।
(DLS Job Circular 2025) এর গুরুত্বপূর্ণ তারিখ, ও সময়
প্রকাশের দিন: | ২৭ ডিসেম্বর ২০২৪ ইং। |
আবেদন করার শুরুর দিন: | ২৮ ডিসেম্বর ২০২৪ ইং। |
আবেদন করার শেষ দিন: | ১২ জানুয়ারি ২০২৫ ইং। |
প্রাণিসম্পদ অধিদপ্তরের সার্কুলার মোট পদ সংখ্যা
জব ক্যাটাগরি | ০১টি |
পদ সংখ্যা | ১১৫ জন |
জাতীয় বেতন স্কেল | ২০১৫ অনুযায়ী |
যোগ্যতা ও অভিজ্ঞতা | নারী ও পুরুষ |
প্রাণিসম্পদ অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫
- ইতিমধ্যে আপনারা জানতে পেরেছেন যে প্রাণিসম্পদ অধিদপ্তর তাদের অফিসার ওয়েবসাইটে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ ইতিমধ্যে তারা প্রকাশিত করেছেন এবং গুরুত্বপূর্ণ নির্দেশনা গুলোর নিচে তুলে ধরা হলো:
- প্রাণিসম্পদে সম্পদ অধিদপ্তরের চাকরিতে আবেদন করার প্রথম শর্ত হচ্ছে তা তাকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে।
- প্রাণিসম্পদে অধিদপ্তরে নিয়োগ 2025 এ শুধুমাত্র বাংলাদেশি 18 বছরের মধ্যে ও 30 বছরের মধ্যে থাকতে হবে।
- দ্বিতীয়তঃ যাদের কোটা রয়েছে তাদের বয়সসীমা হচ্ছে কমপক্ষে ১৮ বছর ও সর্বোচ্চ ৩২ বছর নারী ও পুরুষ।
- শিক্ষাগত যোগ্যতা ও পদের অভিজ্ঞতা অনুযায়ী আবেদন করতে হবে।
- কিছু পদের জন্য অভিজ্ঞতা প্রয়োজন রয়েছে আবার কিছু করার জন্য অভিজ্ঞতা কোন প্রয়োজন নেই তবে অভিজ্ঞতা সম্পন্ন চাকরির বেতন সর্বদাই তুলনামূলক বেশি হয়ে থাকে।
- এবং জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী প্রাণী সম্পদ অধিদপ্তর চাকরির বেতন প্রদান করা হবে।
প্রাণিসম্পদ অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি 2025 গুরুত্বপূর্ণ তথ্য
বিষয় | তথ্য |
---|---|
নিয়োগকর্তার সংস্থার নাম | প্রাণিসম্পদ অধিদপ্তর। |
নিয়োগকর্তার সংস্থার ধরন | সরকারি |
চাকরির ধরন কি? | সরকারি চাকরি। |
চাকরির সময় | (Permanent Govt Job) |
জব ক্যাটাগরি | ০১টি। |
মোট লোক সংখ্যা | ১১৫ জন। |
শিক্ষাগত যোগ্যতা | অষ্টম শ্রেণী পাশ পাস লাগবে। |
লিঙ্গ | নারী ও পুরুষ। |
অভিজ্ঞতা কতটুকু লাগবে | অভিজ্ঞতা সম্পন্ন লোক ও নতুনরাও আবেদন করতে পারবেন |
বয়স সময়সীমা | সাধারণ প্রার্থীর বয়স হতে হবে ১৮ থেকে ৩০ বৎসর , কোটা প্রার্থীর বয়স ১৮ থেকে ৪৫ বৎসর। |
বেতন গ্রেড | ৩০,০০০/- টাকা |
আবেদন ফি কত | /- টাকা। |
ফি জমা দেওয়ার পদ্ধতি | মোবাইল ব্যাংকিং। |
প্রকাশের তারিখ | ২৭ ডিসেম্বর ২০২৪ ইং। |
আবেদন শুরুর তারিখ | ২৭ ডিসেম্বর ২০২৪ ইং সকাল ০৯:০০ ঘটিকা। |
আবেদনের শেষ দিন | ১২ জানুুয়ারি ২০২৫ ইং রাত বিকাল ৫:০০ ঘটিকা। |
কর্তৃপক্ষের ওয়েবসাইট | https://dls.gov.bd |
আবেদন করার পদ্ধতি/ধরন | অনলাইনে http://job.dls.gov.bd/ ওয়েবসাইটে |
প্রাণিসম্পদ অধিদপ্তরের অফিসিয়াল ইমেজ নিয়োগ বিজ্ঞপ্তি
- অনলাইনে আবেদন অফিসিয়াল ওয়েবসাইট: http://job.dls.gov.bd/
Dls job circular 2025 আবেদন করার পদ্ধতি
- প্রথমে তাদের অফিসিয়াল http://job.dls.gov.bd/ওয়েবসাইটে প্রবেশ করতে হবে।
- এপ্লিকেশন ফর্মে এ ক্লিক করতে হবে।
- পরবর্তীতে আপনাকে আপনার চাকরির পথ বেছে নিতে হবে।
- এবার নির্দেশনা মোতাবেক তথ্য দিয়ে চাকরির আবেদন সম্পন্ন করতে হবে।
- পরবর্তী ধাপে যেতে হলে আপনাকে next বাটনে ক্লিক করতে হবে।
- এরপর আপনাকে একটি পরিষ্কার ছবি ও সিগনেচার পিকচার আপলোড করতে হবে।
- সবশেষে সাবমিট করতে হবে।
- এবং আবেদন ফরমটি প্রিন্ট করে নিন পরবর্তীতে আপনার কাজে লাগবে।
প্রাণিসম্পদ অধিদপ্তর চাকরির পরীক্ষা
প্রাণিসম্পদ অধিদপ্তর চাকরির পরীক্ষার দিন ক্যাটাগরিতে দেওয়া হয় তা হল:
1.লিখিত পরীক্ষা। (Written Exam)
2.মৌখিক পরীক্ষা (Oral Exam)
3.কম্পিউটার ব্যবহারে দক্ষতা পরীক্ষা (Computer Skills Test)
প্রাণিসম্পদ অধিদপ্তর চাকরি পরীক্ষার সময় ও প্রবেশপত্র ডাউনলোড
সাধারণত প্রাণিসম্পদ অধিদপ্তরে চাকরির প্রবেশপত্র ডাউনলোড করতে আপনাকে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করতে হবে এবং তারা আপনাকে আবেদন করার সময় আপনি যে নাম্বার বা ইমেইল দিয়েছিলেন সেখানে মেসেজের মাধ্যমে আপনাকে ডাউনলোড করার জন্য অনুরোধ জানাবে।
এবং সর্বদা আপনাকে মোবাইল নাম্বার, ইমেইল আইডির সচল রাখতে হবে, কেননা পরবর্তীতে আপনাকে মেসেজ পরবর্তী পদক্ষেপ গ্রহণ করতে হবে।
প্রাণিসম্পদ অধিদপ্তরে চাকরির মৌখিক পরীক্ষার নিয়মাবলী
প্রাণী সম্পদ অধিদপ্তরে তিনটি ক্যাটাগরি পরীক্ষা হয়ে থাকে, তার মধ্যে অন্যতম একটি ক্যাটাগরি হচ্ছে মৌখিক পরীক্ষা প্রথম দুটিতে উত্তীর্ণ হলে, পরবর্তীতে মৌখিক পরীক্ষা হয় নিচে মৌখিক পরীক্ষা নিয়মাবলী গুলো তুলে ধরা হলো:
- প্রথমত মৌখিক পরীক্ষা দেওয়ার জন্য প্রবেশপত্র নিতে হবে।
- দ্বিতীয়তঃ সকল শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট এর মূল কপি নিতে হবে।
- এবং কম্পিউটার জ্ঞানের সনদের সত্যায়িত কপি নিতে হবে।
- চাকরির আবেদন ফরমে উল্লেখিত ঠিকানা, জেলা অনুযায়ী এর মূল কপি নিতে হবে।
- এবং প্রথম শ্রেণীর গেজেট কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদ গ্রহণ করতে হবে।
- যদি প্রার্থী মুক্তিযোদ্ধা বা মুক্তিযোদ্ধার পত্র বা কন্যা হয় তাহলে মুক্তিযোদ্ধা সনদপত্র নিয়ে যেতে হবে।
- অনলাইনে আবেদন পত্রের কপি, প্রাণিসম্পদ অধিদপ্তর চাকরি আবেদনপত্রের কপি নিয়ে যেতে হবে।
কর্তৃপক্ষের সাথে যোগাযোগের মাধ্যম
কর্তৃপক্ষের ইমেইল: | dgdls16@gmail.com |
কর্তৃপক্ষের ফেসবুক পেইজ: | – |
কর্তৃপক্ষের টেলিফোন নাম্বার: | ০২-৯১০১৯৩২। |
মোবাইল: | ০১৩২৪২৮৮৮০০। |
কর্তৃপক্ষের ঠিকানা: | কৃষি খামার সড়ক, ঢাকা, বাংলাদেশ। |
কর্তৃপক্ষের ওয়েবসাইট: | https://dls.gov.bd/ |
প্রাণিসম্পদ অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়ার ২০২৫ শে যারা চাকরি করতে ইচ্ছুক, তাদেরকে অবশ্যই অতি দ্রুত আবেদন করতে হবে এবং পরবর্তী সময়ে হয়তো চাকরি আবেদনের সময় নিয়ে আপনি অনেক সমস্যা সম্মুখীন হতে পারেন।
তাই আবেদনের সময় শেষ হওয়ার পূর্বেই আপনাকে প্রাণিসম্পদ অধিদপ্তর চাকরি আবেদনের সময় কয়েকদিন পূর্বে আবেদন করে নিতে হবে এবং আমাদের প্রত্যেকটি পোষ্টের আপডেট বা খবর পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করতে পারেন।
I am MD Faruk Islam. I am preparing for university admission and also sharing valuable information from my experience on this website in my free time.